November 11, 2024, 4:49 am

সপ্তাহে এক দিন ক্লাসের চিন্তা: শিক্ষা উপমন্ত্রী

ডিটেকটিভ ডেস্কঃঃ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘শিক্ষামন্ত্রীর ঘোষিত তারিখে আমরা ক্লাস শুরু করতে পারব বলে আশা করছি। প্রাথমিকভাবে সপ্তাহে এক দিন করে আমরা চিন্তা করছি। তবে সেটা পরিবর্তন হতে পারে। আমরা আরো বেশি দিন হয়তো শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনতে পারব।’

শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি)–এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ১০০ শয্যার এই জরুরি বিভাগে সব ধরনের সেবার ব্যবস্থা থাকবে বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর জানান।

এর আগে শুক্রবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা মহামারির কারণে দেড় বছর ধরে বন্ধ থাকা সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ১২ সেপ্টেম্বর থেকে খোলার ঘোষণা দেন।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আরেকটা বিষয় চিন্তা করছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাসে শারীরিক উপস্থিতির মাধ্যমে নেয়ার। সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটাই এখন পর্যন্ত পরিকল্পনা। অ্যাসাইনমেন্ট কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে চলবে।’

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর