January 17, 2025, 10:23 pm

সংবাদ শিরোনাম
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ
ছবি: সংগৃহীত

এবার সাংবাদিককে ঘুষি মারার হুমকি ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোর

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ছবি: সংগৃহীত

ফের বিতর্কে জড়ালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এবার এক সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দিয়েছেন তিনি। খবর সিএনএন ও দ্য গার্ডিয়ানের।সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রাল (গির্জা) পরিদর্শনে যান ব্রাজিল প্রেসিডেন্ট। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে এক সাংবাদিক দুর্নীতিতে বলসোনারের স্ত্রীর জড়িত থাকার অভিযোগ নিয়ে তাকে প্রশ্ন করেন। এতে মেজাজ হারিয়ে ক্যামেরার সামনেই ওই সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দেন ব্রাজিলের প্রেসিডেন্ট।জানা যায়, ওই সাংবাদিক হচ্ছেন দেশটির ‘ও গ্লোবো’ পত্রিকার প্রতিবেদক।স্ত্রীর দুর্নীতির অভিযোগ নিয়ে বলসোনারোর বক্তব্য জানতে চেয়েছিলেন ওই প্রতিবেদক।তখনই রেগে গিয়ে বোলসোনারো বলেন, তোমার মুখে ঘুষি মারতে ইচ্ছে করছে।ভিডিওতে দেখা গেছে, ‘ও গ্লোবো’র প্রতিবেদককে এ হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।পত্রিকাটি এক বিবৃতিতে জানায়, আমাদের প্রতিবেদক সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন আর তার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখালেন প্রেসিডেন্ট।প্রেসিডেন্ট বেরিয়ে আসার রিপোর্টার ফার্স্ট লেডি মিশেল বলসোনার অ্যামাজন দুর্নীতির বিষয়ে প্রশ্ন করেন। এতে প্রেসিডেন্ট দাঁড়িয়ে যান। বলে উঠেন, তোমার মুখে চড় কষে দিতে ইচ্ছে করছে আমার।এ ঘটনা নিয়ে বলসোনারোর কার্যালয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে অস্বীকৃতি জানান তার মুখপাত্র।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর