May 20, 2024, 11:43 am

সংবাদ শিরোনাম
ভোটারদের ভোট কেন্দ্রে যাবার সময় বাধা দিলে ৯৯৯ জানালেই নেওয়া হবে ব্যবস্থা শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর পৃথক স্থান থেকে ৪ নারীর লাশ উদ্ধার

রাজধানীর পৃথক স্থান থেকে ৪ নারীর লাশ উদ্ধার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীর পৃথক এলাকা থেকে চার নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত নারীরা হলেন- উত্তরার পূর্ব থানা এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরিদা তানজিল মাহি (২১), রমনা থানাধীন মগবাজারের তামান্না আক্তার বিথী (১৮), খিলক্ষেত এলাকার মাহেনুর আক্তার মৌ (১৮) ও বাড্ডার হনুফা বেগম (৫৫) উত্তরার পূর্ব থানার এসআই মো. জানে আলম দুলাল জানান, গত সোমবার দিবাগত রাতে ইউনাইটেড হাসপাতাল থেকে আফরিদা তানজিল মাহির লাশ উদ্ধার করা হয়। উত্তরার ৮ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন আফরিদা। তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। নিহত আফরিদার পরিবার বরাত দিয়ে এসআই জানান, রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাহি। পরে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রমনা থানার এসআই আবদুল কুদ্দুস জানান, গত সোমবার দিবাগত রাত একটার দিকে রমনা থানাধীন মগবাজার দিলু রোডের একটি ছয়তলা বাসা থেকে তামান্নার লাশ উদ্ধার করা হয়। তামান্না মাদারীপুর শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। মৃত বিথীর মামা আরিফুল ইসলাম জানান, দু’বছর আগে তামান্নার বিয়ে হলেও বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে পরিবারের সঙ্গে মগবাজার দিলু রোডের বাসায় থাকতেন তামান্না। পরে তাকে প্রভাতী উচ্চ বিদ্যা নিকেতনে ভর্তি হয়। এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলো সে। রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তামান্নাকে। খিলক্ষেতের নামাপাড়া চানাচুর ফ্যাক্টরি এলাকার একটি টিনসেড বাসা থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মৌ’র লাশ উদ্ধার করে পুলিশ। খিলক্ষেত থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, বরিশাল বানারীপাড়ার আহমদাবাদ গ্রামের মিন্টু আহমেদের মেয়ে সে। স্বামী রাজমিস্ত্রি রাকিব হোসেনের সঙ্গে নামাপাড়ার ওই বাসায় থাকতেন মৌ। মৃত নারীর মামা মিরাজ হোসেন জানান, বিয়ের পর থেকে তারা নামাপাড়ায় থাকতো। গত রাতে স্বামী-স্ত্রী এক সঙ্গে রুমে শুয়ে ছিলো। ভোরের দিকে স্বামী রাকিব ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্ত্রীর মৌ’ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। এদিকে রাজধানীর উত্তর বাড্ডায় সবজির গলি এলাকায় একটি বাড়ি থেকে হনুফা বেগম (৫৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। বাড্ডা থানার এসআই আবদুল করিম জানান, ইয়াসিন নামে এক ব্যক্তির বাসায় দীর্ঘদিন ধরে হনুফা গৃহকর্মীর কাজ করতেন। গতকাল মঙ্গলবার দুপুরে হনুফার গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হনুফার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো প্রক্রিয়াধীন। তদন্তের জন্য বাড্ডার লাশ ছাড়া, বাকি লাশগুলো গতকাল মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

Share Button

     এ জাতীয় আরো খবর