December 26, 2024, 6:47 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

লিবিয়ায় পাচার হওয়া বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ৪

লিবিয়ায় পাচার হওয়া বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ৪

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে লিবিয়ায় পাচার হওয়া সাদ্দাম হোসেন নামের এক যুবককে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া পাচারকারী সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর ধানম-িতে পিবিআইয়ের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার আহসান হাবিব পলাশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন তসলিম উদ্দিন (৫০), মোফাজ্জেল হোসেন (৪৮), আইয়ুব আলী (৫২) ও আরমান সরকার (৪২)। আহসান হাবিব পলাশ জানান, পিবিআইয়ের অরগানাইজড ক্রাইম টিমের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা ও কিশোরগঞ্জ থেকে মানবপাচার চক্রের ওই চারজনকে গ্রেফতার করে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতার ব্যক্তিরা উচ্চ বেতনে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিদের লিবিয়ায় পাঠাতেন। লিবিয়ায় পৌঁছানোর পর দেশটিতে অবস্থানকারী চক্রের অন্য সদস্যরা ওই ব্যক্তিকে আটকে রেখে মারধর করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণের টাকা আদায় করত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহসান হাবিব পলাশ জানান, মো. হিরণ তালুকদার নামের এক ব্যক্তি গত বছর ২৪ ডিসেম্বর তাঁর ভাই সাদ্দাম হোসেনকে অভিযুক্ত চক্রের মাধ্যমে লিবিয়া পাঠান। সেখান পৌঁছানোর পর চক্রের সদস্যরা সাদ্দাম হোসেনকে আটকে রেখে পরিবারের কাছ থেকে প্রায় সাড়ে নয় লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরে হিরণ পিবিআইয়ের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে নামে পিবিআই। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া পিবিআইয়ের প্রচেষ্টায় লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সাদ্দাম হোসেনকে উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর