October 8, 2024, 10:44 am

সংবাদ শিরোনাম
প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা!

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইরান ও ইতালিতে,দেশ দুটিতে আজ পর্যন্ত ২৫৫ জনের মৃত্যু হয়েছে,এর মধ্যে ইতালিতে ১৪৮ ও ইরানে ১০৭ জন মারা গেছে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ইরান ও ইতালিতে। দেশ দুটিতে আজ পর্যন্ত ২৫৫ জনের মৃত্যু হয়েছে।এর মধ্যে ইতালিতে ১৪৮ ও ইরানে ১০৭ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রেও করোনা আশ্রয় নিয়েছে।দেশটিতে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ জানায়, কভিড-১৯ করোনাভাইরাসে ইতালিতে মারা গেছে ১৪৮ জন।আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৫৮ জন।এ ছাড়া ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। সংক্রমণ ঘটেছে ৩ হাজার ৫১৩ জনের দেহে।ইরান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে।দেশটি থেকে সংক্রমণ ঘটেছে আফগানিস্তান, কানাডা, লেবানন, পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবেও।ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা, এমপি, মন্ত্রীদের অনেকেই করোনায় আক্রান্ত।মারা গেছেন শীর্ষ নেতা আলী খামেনির উপদেষ্টা কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্যও।দুজন রাষ্ট্রদূতও মারা গেছেন।চীনের পর ভাইরাসটি সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।৬ মার্চ ২০২০ ইং তারিখ  শুক্র বার দেশটিতে নতুন করে ৫১৮ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৮৪ জন। আক্রান্তদের অধিকাংশ দেশটির দক্ষিণাঞ্চলীয় পাশাপাশি দুটো শহরে দেগু ও চোংডোর বাসিন্দা।কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৮৫ দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।এর মধ্যে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এদের মধ্যে ১১ জন মারা গেছে ওয়াশিংটনে আর একজন ক্যালিফো র্নিয়ায়।দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২৫ বলে জানা গেছে, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। যদিও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগনিরাময় কেন্দ্র বলছে– ১২৯ করোনায় আক্রান্ত হয়েছেন।প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী তিন হাজার ৩৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এদের মধ্যে বেশিরভাগই চীনের নাগরিক। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৩৭ জন।

প্রাইভেট ডিটেকটিভ/৬ মার্চ ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর