হাজার হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে : হুইপ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
দিনাজপুরে অর্থনীতি জোন নির্মাণ করার ঘোষনা দিয়ে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, এ অঞ্চলের মানুষ যাতে আত্মনির্ভরশীলতা অর্জন করতে পারে এ লক্ষ্যে দিনাজপুরে অর্থনীতি জোন নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। অর্থনীতি জোন প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের হাজার হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
গতকাল বুধবার দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবাযনে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনকালে এই ঘোষনা দেন তিনি। হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ইতোমধ্যেই সদর উপজেলার প্রত্যেকটি বাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শুধু বিদ্যুৎ সংযোগ নয়, বর্তমান সরকার প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এসব কর্মসূচীর মধ্যে অতিদরিদ্রদের চাল বিতরন, ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই, বয়স্ক, প্রসুতি, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ভাতা প্রদানের কথা উল্লেখ করেন। এসময় ছিলেন দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা প্রমুখ।
এর আগে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর সদর উপজেলার এ.এস.এম স্কুল এ- কলেজের ৪তলা ভীতসহ ৭৬ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত একতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন। এর পূর্বে দিনাজপুর ইকবাল হাই স্কুলের ৪তলা ভীতসহ ৭৬ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত একতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি