মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
আজ উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী । ২০১৩ সালের ২৪ অক্টোবর বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিনের ক্যারিয়ারে মান্না দে সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড করেন। তার গাওয়া অসংখ্য কালজয়ী গান এখনো শ্রোতা-ভক্তদের মুখে মুখে। গুণী এ সংগীতশিল্পী ১৯১৯ সালের ১ মে কলকাতায় জন্মগ্রহণ করেন। আসল নাম প্রবোধ চন্দ্র দে হলেও সংগীতময় জীবনে ‘মান্না দে’ নামেই খ্যাতি লাভ করেন তিনি। তার অসংখ্য হিট গানের মধ্যে ‘কফি হাউজের সেই আড্ডা’, ‘সবাই তো সুখী হতে চায়’, ‘যদি কাগজে লিখ নাম’, ‘পৌষের কাছাকাছি’, ‘কতদিন দেখিনি তোমায়’, ‘খুব জানতে ইচ্ছে করে’, ‘এ মেরি জোহরা জাবিন’, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’ প্রমুখ সব সময় শ্রোতাদের মনের মণিকোঠায় গেঁথে রয়েছে। মান্না দে বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, অসমীয়াসহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ অক্টোবর ২০১৯/ইকবাল