October 9, 2024, 6:27 pm

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, সীমান্তে উত্তেজনা

প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় গৃহবধূ, সীমান্তে উত্তেজনা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রেমের টানে গত শনিবার বাংলাদেশে চলে এসেছেন ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের এক গৃহবধূ। এর জেরে গতকাল মঙ্গলবার এক বাংলাদেশি নাগরিকসহ ২০টি গরু নিয়ে গেছে ভারতীয় খাসিয়ারা। এ ঘটনায় সিলেটের জৈন্তাপুরের টিপরাখলা সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

 

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকার বাংলাদেশি যুবক ফিরোজ মিয়ার (৩২) সঙ্গে কিছু দিন আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সীমান্তবর্তী এসপিটিলা এলাকার হেওয়াইবস্তির বাসিন্দা চংকর খাসিয়ার (৩১)। এই সম্পর্কের সূত্র ধরে গৃহবধূ পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

 

বিষয়টি নিয়ে রোববার জৈন্তাপুর সীমান্তের ১২৮৮ নম্বর পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষীরা পতাকা বৈঠকে দুই দিনের মধ্যে ভারতীয় ওই নারীকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ফিরোজ ও ওই নারী আত্মগোপনে থাকায় তাদের খুঁজে পাওয়া যায়নি।

 

এরপর ঘটনার প্রতিশোধ নিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশে প্রবেশ করে স্থানীয় তজম্মুল আলীর ছেলে আব্দুন নুরকে (৪৪) ধরে নিয়ে যায় সশস্ত্র ভারতীয় হেওয়াই বস্তির খাসিয়ারা। এ সময় হাওর এলাকা থেকে প্রায় ২০টি গরুও ধরে নিয়ে যায় তারা।

 

এ নিয়ে শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত জৈন্তাপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গতকাল বাংলাদেশি নাগরিক ও গরু ধরে নিয়ে যাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির ও স্থানীয় পনপ্রতিনিধিরা।

 

এ বিষয়ে বিজিবি কমান্ডার আব্দুল কাদির বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খাসিয়ারা বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর