December 23, 2024, 10:01 pm

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

সমাজ উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে -মুহিবুর রহমান মানিক

সমাজ উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে
-মুহিবুর রহমান মানিক
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি


সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সমাজসেবা একটি মহতি কাজ। তাই রাষ্ট্র ও সমাজের জনকল্যাণমূলক কাজে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বুধবার ২৭ডিসেম্বর ছাতক উপজেলার জাউয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাক্তিগত অর্থায়নে ‘কাজী মাসুক মিয়া’ ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আারও বলেন, জাতির জনকের কন্যার ভিশন ২০২১ বাস্তবায়নের সারথী হিসাবে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত এমএনএ মরহুম আব্দুল হকের স্মৃতি বিজরিত জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে যুক্তরাষ্ট্র মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজি মিয়া যে শিক্ষানুরাগী মন-মানসিকতা দেখিয়েছেন তা- সকলের জন্যে অনুসরনীয় ও অনুকরনীয় হয়ে থাকবে। তিনি এধরনের সমাজ সেবা মূলক কাজেসকলকেএগিয়ে আসার আহবান জানান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে, সাউথ ওয়েস্ট সালেহা খাতুন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী প্রমি দস্তিদার ও চাদনী তালুকদারের যৌথ বাংলা ও ইংরেজি সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কমিটির উপ-পরিচালক তাহমিনা খাতুন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ, ছাতক উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, যুক্তরাষ্ট্র মিশিগান সিটির সাবেক কাউন্সিল কাজী মিয়া, জাউয়া বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার, পাইগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, মাধ্যমিক শিক্ষক সমিতি ছাতকের সভাপতি জসিম উদ্দিন, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন। বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন, নুরুল হক, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আফজাল হুসেন। উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিমান ঘোষ, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তালুকদার টুনু, আবু সামা রাসেল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, কৃপেশ চন্দ, রাসেল হোসেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন প্রমুখ। পরে একই এলাকা ফাতেমা-নাইমা গার্লস স্কুল এন্ড কলেজের আনষ্ঠানিক উদ্বোধন করেন এমপি মানিক।

Share Button

     এ জাতীয় আরো খবর