October 18, 2024, 1:09 pm

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

গাবতলীতে লেডিস সোসাইটির উদ্যোগে ছাগল ও ত্রাণ সামগ্রী বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ

ঢাকাস্থ বনানী লেডিস সোসাইটির উদ্যোগে গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া আদর্শ্য গ্রামে (গুচ্ছ গ্রামে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পরে পাশর্^বর্তী রামেশ^রপুর ইউনিয়নের নিশুপাড়া আদর্শ্য গ্রামে (গুচ্ছ গ্রামে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর আগে পীরগাছা হাইস্কুল মাঠে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ করেছেন লেডিস সোসাইটির নেতৃবৃন্দ। ত্রাণ সামগ্রী ও ছাগল বিতরণে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বনানী লেডিস সোসাইটির সাবেক সভাপতি ও সমাজসেবী মমতাজ বেগম, সহ-সভাপতি জাকিয়া শামীম, সাধারণ সম্পাদক এ্যাডঃ সাহানারা স্বপ্না, যুগ্ম সম্পাদক নুরজাহান বেগম শাম্মী, কোষাধ্যক্ষ নাদিরা আনোয়ার, সহ-কোষাধ্যক্ষ খালেদা মন্জুর, কোরিয়াস্থ গ্লোবাল ফ্যামিলী মুভমেন্ট সেন্টারের পরিচালক মাহবুবুর রহমান ছোটন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সোনারায় ইউপি প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা অধ্যক্ষ মতিয়ার রহমান মতি, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু আছাদ, আহসান হাবিব লেমন, ইউপি মেম্বার শাহাদৎ হোসেন গামা, জুলফিকার আলী শ্যামল, হাফিজার রহমান, সাইফুল ইসলাম, সমাজসেবক আঃ গোফ্ফার মাষ্টার, হারুন অর রশিদ প্রমূখ। বন্যা পরবর্তীতে দুঃস্থরা ছাগল ও ত্রাণ সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, আটা, লবন। আজ শনিবার ওই সংগঠনের উদ্যোগে কুড়িগ্রাম জেলা সদরের পাঁচগাছী ইউনিয়নের আরাজী ভোগডাঙ্গা স্কুল মাঠে ৩শতাধিক দুঃস্থ’র মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/০৬ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর