October 18, 2024, 11:37 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

আলফাডাঙ্গায় অনৈতিক কর্মকান্ডের অপরাধে থানার দুই কর্মকর্তা ক্লোজ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
গত ৪ আগস্ট ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ২ পুলিশ কর্মকর্তাকে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে ক্লোজ হয়েছে।অভিযোগ সুত্রে জানা যায় গত ২ আগস্ট বিকালে বারাশিয়া নদীর পাড় থেকে বোয়ালমারী উপজেলার শেখপুর গ্রামের পুলিশের অবঃ এস দ্বাদশ (সম¥ান) ছেলে আরাফাতকে আলফাডাঙ্গা থানা পুলিশের এ এস আই ফারুক ইয়াবা আছে বলে চ্যালঞ্জ করে। তল্লাশিকরে তার কাছে কোন মাদক না পেয়ে তাকে ছেড়ে দেয়।এ সময় আরফাতের সাথে ওই পুলিশ কর্মকর্তার কথা কাটা কাটি হয়। পরে আরাফাত হেটে সামনে কয়েক গজ এগোলে পিছন থেকে আবার ওই এ এস আই ফারুক এসে আরাফাতের পিছনে ইয়াবা ট্যাবলেট ফেলে দিয়ে তাকে ইয়াবা ব্যবসায়ি বলে আটক করে।স্থানীয় লোকজন পুলিশের ইয়াবা ফেলে নাটক সাজিয়ে আরাফাতকে আটকের বিষয়টি দেখে ফেলে। পরে স্থানীয় লোকজনের চাপের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।আরাফাতের বাবা অবঃ প্রাপ্ত পুলিশের এস আই আঃ হাই ঘটনা শুনে পরের দিন পুলিশ সুপার ফরিদপুর বরাবর আবেদন করেন পরে গত ৪ জুলাই থানার এ এস আই ফারুক ও তার সাথে থাকা এ এস আই রশিদকে ফরিদপুর পুলিশ লাইনে ক্লোজ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো.রিজাউল করিম বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ সুপারের কার্যালয় থেকে জানা গেছে।তবে দীর্ঘ দিন ধরে এ এস আই ফারুক স্কুল কলেজের নিরীহ ছেলেদের পকেটে গাঁজা, ইয়াবা ঢুকিয়ে দিয়ে অনেককেই হয়রানি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কাউকে ছেড়ে দিয়েছে আবার কাউকে আদালতে চালান করেছে বলেও অভিযোগ রয়েছে।এ রকম কর্মকান্ডের জন্য ওই দুই কর্মকর্তার প্রতি তীব্র নিন্দা ও প্রশানিক সর্বোচ্চ শাস্তি দাবি করেন সুধী জনেরা। এ ব্যাপারে এ এস আই ফারুকের মুঠো (০১৭১২২২৩৮৪৫) বারবার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রাইভেট ডিটেকটিভ/০৬ আগস্ট ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর