May 30, 2024, 9:23 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

হানিমুনে স্বামীকে নিয়ে মরিশাসে নুসরাত

হানিমুনে স্বামীকে নিয়ে মরিশাসে নুসরাত

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান বিয়ের পর ভীষণ ব্যস্ত ছিলেন । প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ, নতুন ছবির সাইনিং সব মিলিয়ে বেশ ঝক্কিই গেছে তার ওপর দিয়ে। এবার সব দিক সামলে স্বামী নিখিলকে নিয়ে বেরিয়ে পড়েছেন হানিমুনে। উড়াল দিয়েছেন মরিশাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের হানিমুনের কথা জানিয়েছেন নুসরাত। মঙ্গলবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুমচোখেই পাড়ি জমিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে আপলোড করেছেন এমনই এক ছবি। শুধু তাই নয়, বিমানের মধ্যে রোমান্টিক মুহূর্তের ছবিও ওঠান এ অভিনেত্রী। বাদ যায়নি বিমানের টিকিটও।

গত ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে ঘটা করে হয়েছে নুসরত-নিখিলের ডেস্টিনেশন ওয়েডিংয়ের অনুষ্ঠান। বিয়ের দিন পরনে লাল লেহেঙ্গা চোলি, মাথায় লাল ওড়না, হাতে লাল-সাদা ও সোনালি রঙের চুড়ি ও কালিরাস, মাথায় টিকলি ও গলায় ভারি গয়নাতে নুসরাতকে লাগছিল মোহময়ী। সঙ্গে নিখিল জৈনকে দেখা গিয়েছিল সাদা শেরওয়ানিতে। মাথায় ছিল সাদা পাগড়ি। গলায় সবুজ হার। নিখিলকেও খানিকটা রাজপুত্রের মতো দেখাচ্ছিল।

বিয়ের পর ভীষণ ব্যস্ত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ, নতুন ছবির সাইনিং সব মিলিয়ে বেশ ঝক্কিই গেছে তার ওপর দিয়ে। এবার সব দিক সামলে স্বামী নিখিলকে নিয়ে বেরিয়ে পড়েছেন হানিমুনে। উড়াল দিয়েছেন মরিশাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের হানিমুনের কথা জানিয়েছেন নুসরাত। মঙ্গলবার মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুমচোখেই পাড়ি জমিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে আপলোড করেছেন এমনই এক ছবি। শুধু তাই নয়, বিমানের মধ্যে রোমান্টিক মুহূর্তের ছবিও ওঠান এ অভিনেত্রী। বাদ যায়নি বিমানের টিকিটও।

গত ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে ঘটা করে হয়েছে নুসরত-নিখিলের ডেস্টিনেশন ওয়েডিংয়ের অনুষ্ঠান। বিয়ের দিন পরনে লাল লেহেঙ্গা চোলি, মাথায় লাল ওড়না, হাতে লাল-সাদা ও সোনালি রঙের চুড়ি ও কালিরাস, মাথায় টিকলি ও গলায় ভারি গয়নাতে নুসরাতকে লাগছিল মোহময়ী। সঙ্গে নিখিল জৈনকে দেখা গিয়েছিল সাদা শেরওয়ানিতে। মাথায় ছিল সাদা পাগড়ি। গলায় সবুজ হার। নিখিলকেও খানিকটা রাজপুত্রের মতো দেখাচ্ছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর