October 10, 2024, 6:22 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

জব্দ করা ইরানি তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে সৌদি আরব

জব্দ করা ইরানি তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে সৌদি আরব

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

শেষ পর্যন্ত জব্দ করা ইরানি তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে সৌদি আরব। গত শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ৩০ এপ্রিল সৌদি আরব ‘হ্যাপিনেস-১’ নামের তেল ট্যাংকারটি জব্দ করে। পারস্য উপসাগরে ট্যাংকারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সৌদি নৌবাহিনী এটি জব্দ করে জেদ্দা বন্দরে নিয়ে যায়। ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরও গত কয়েক মাস ধরে এটি ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করছিল রিয়াদ। তবে শেষ পর্যন্ত গত শনিবার দুইটি টাগ বোটের সাহায্যে ট্যাংকারটি ইরানের উদ্দেশে যাত্রা করে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স টুডে-র খবরে বলা হয়েছে, সৌদি আরব বলপূর্বক ট্যাংকারটি আটকের পর এটির রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ দাবি করে তেহরানের কাছ থেকে এক কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে শুক্রবার তেহরান একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটকের একদিনের মাথায় ইরানি ট্যাংকারটি ছেড়ে দিল রিয়াদ। শুক্রবার রাতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-র এক বিবৃতিতে বলা হয়, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে ‘স্টেনা ইমরো’ নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মন না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটিকে আটকের অনুরোধ জানায়। ট্যাংকারটি উপকূলে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। এটিতে তল্লাশি চালানো হবে। মূলত এরপরই জব্দকৃত ইরানি ট্যাংকারটি ছেড়ে দিতে উদ্যোগী হয় রিয়াদ। সূত্র: পার্স টুডে, বিবিসি।

Share Button

     এ জাতীয় আরো খবর