May 20, 2024, 4:45 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

যুক্তরাজ্যের সঙ্গে চীনের বাণিজ্য চুক্তি : ১ হাজার ৩২৬ কোটি ডলার

যুক্তরাজ্যের সঙ্গে চীনের বাণিজ্য চুক্তি :

১ হাজার ৩২৬ কোটি ডলার

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র তিনদিনের চীন সফরে যুক্তরাজ্যের প্রায় ১ হাজার ৩২৬ কোটি ডলারের কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, এসব চুক্তির ফলে যুক্তরাজ্যে আড়াই হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ব্রিটেনের আর্থিক সেবা সংস্থা একাই ১ বিলিয়ন ব্রিটিশ পাউন্ডের চুক্তি স্বাক্ষর করেছে। এতে ৮৯০ জনের কর্মসংস্থান হবে। চুক্তিগুলো সম্পর্কে এর বেশি কিছু জানায়নি সরকার। চীনে দেওয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, চীনের বিনিয়োগ যুক্তরাজ্যের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানে সহযোগিতা করছে। ৫০ হাজারের বেশি ব্রিটিশ ব্যবসায়ীরা চীন থেকে পণ্য আমদানি করছে এবং ১০ হাজারের বেশি ব্যবসায়ী চীনে পণ্য বিক্রি করছে। থেরেসা মে বলেন, আন্তর্জাতিকভাবে বিখ্যাত যুক্তরাজ্যের খাবার ও পানীয় চীনে বিক্রির জন্য আমরা একমত হয়েছি। এ ছাড়া ব্রিটেনের আন্তর্জাতিক মানের অর্থ সেবা প্রতিষ্ঠানের জন্য চীনের বাজার উন্মুক্ত হবে। গত বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে থেরেসা মে জানান, উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অর্থ দাঁড় করাবে। ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্য নিয়ে নতুন করে ভাবছে থেরেসা মে’র প্রশাসন। এই সময়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় দেশটি।

Share Button

     এ জাতীয় আরো খবর