মোঃ ইসমাইল-মনপুরা প্রতিনিধি :-
ভোলা মনপুরায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ৮নং ওয়ার্ডের রফিজল মিয়ার বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, একই এলাকার মোঃ রফিজল মিয়ার মেয়ে লিয়া (১০) এবং মন্তাজের ছেলে আদর (৬)। শিশু দু’জন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাঁতার শিখতে নিজ বাড়ির পুকুরের নামে লিয়া ও আদর। কিছুক্ষণ পরে তাদের পুকুরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। পরে দুপুর ১ টার দিকে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। সেখান থেকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে দুই শিশু লিয়া ও আদরের মৃত্যু হয়ে।