May 20, 2024, 5:47 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

নির্দোষ ব্যক্তিদের ফাঁসানো হয় বলে মানুষ এগিয়ে আসে না: মান্না

নির্দোষ ব্যক্তিদের ফাঁসানো হয় বলে মানুষ এগিয়ে আসে না: মান্না

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ড প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আইনের শাসন না থাকায় প্রভাবশালীরা নির্দোষ ব্যক্তিদের ফাঁসিয়ে অপরাধীদের আড়াল করে বলে সাধারণ মানুষ এখন আর অপরাধ দেখলে এগিয়ে আসছে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না। এ সময় মান্না আরো বলেন, আইনের শাসন যে নেই, সে বিষয়টি আড়াল করতে এখন উল্টো বরগুনার ঘটনার জন্য সাধারণ মানুষের ওপর দোষ চাপানো হচ্ছে। এ বিষয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক আরো বলেন, বুদ্ধিজীবীরা বলছেন, মানুষ কেন গেল না? কেন সেই ছেলেটাকে বাঁচাতে কোনো বিবেক সাড়া দিল না? আমি আপনাদের প্রশ্ন করি, কেউ যদি যেত ওদের দা, রামদা, চাপাতি এগুলোকে ধরে ফেলত, তারপর ওরই নামে যে মামলা হতো না হত্যাকাণ্ডের, তার কোনো গ্যারান্টি আছে? বাংলাদেশে এ রকম তো হয়েছে, হচ্ছে। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে, যে দোষ করেনি তার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। বিনা দোষে মানুষ ২০, ৩০ থেকে ৪০ বছর জেল খেটেছে। এর মধ্যেই আমরা কতগুলো দেখলাম। এ দেশের মানুষ সব সময়ই অন্যায়ের প্রতিবাদ করে এসেছে উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, এখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো যোগ্য নেতৃত্ব নেই বলে জনগণ সংগঠিত হতে পারছে না। একাদশ জাতীয় সংসদকে ‘নেত্রী বন্দনার সংসদ’ আখ্যায়িত করে মান্না বলেন, এই সংসদে যোগ দিয়ে বিএনপি তাদের দাবি আদায় করতে পারবে না। মান্না বলেন, আমাদের সংসদ মানে একেবারে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এক একাকার। সংসদের মধ্যে একেকজন সদস্য দাঁড়িয়ে কেবল নেত্রীর বন্দনা করেন। সমস্ত প্রশংসা তোমার, আর কারও প্রাপ্য নয়। যাকে প্রশংসা করে বলেন, উনিও (প্রধানমন্ত্রী) মিটিমিটি হাসেন। এরকম সার্কাস, এরকম কেরিক্যাচার দেখেছেন? সংসদে যোগ দেওয়া বিএনপি ও গণফোরামের সদস্যদের দিকে ইঙ্গিত করে মান্না বলেন, এরপরেও যদি মনে করেন, সেই জায়গায় গিয়ে লড়াই করতে না পারলে বোধহয় এই লড়াইয়ে কখনও জিতব না। আমি তাদেরকে বলি, রাজপথের লড়াইয়ের কথা বাদ দিয়ে যারা সংসদের কথা ভাবেন, তারা মূলত কোনো লড়াই করতে পারবেন না। আমাদের রাজপথ ছাড়া অন্য কোথাও লড়াই করার জায়গা আছে? সংসদে লড়াই করে জিততে পারবেন? একজন সংসদ সদস্যকে দুই মিনিট কথা বলবার সময় দেওয়া হয়, এক মিনিট পরে মাইক বন্ধ করে দেওয়া হয়। স্পিকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, স্পিকার আগেই বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, আপনি যেসব বলবেন, তার মধ্যে যদি অসংসদীয় কোনো কথাবার্তা থাকে, তাহলে কিন্তু বাদ দিয়ে দেব’। কী রকম করে উনি (স্পিকার) জানেন যে সংসদ সদস্য কী বলবেন। উনি কি আগেই কিছু বাদ দেওয়ার ক্ষমতা রাখেন? রাজপথের আন্দআলনে জোর দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আপনারা যে যে দল করেন, নিজের দল গোছান। যখন উপযুক্ত সময়, তখন প্রতিবাদের জন্য রাজপথে নামব। নিশ্চয়ই রাজপথে গণতন্ত্রের শক্তি লাগবে। আজ হোক, কাল হোক, এই বছর হোক, সামনের বছর হোক, বড় জোর দুই বছর, এর মধ্যে আপনাকে নামতে হবে। সেই রকম প্রস্তুতি নিন, সামনের দিকে যান। ‘জাতীয় রাজনীতি : গণতন্ত্রের মুক্তি’ শীর্ষক এই আলোচনা সভায় শহীদ জিয়া স্মৃতি পরিষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, ইশতিয়াক আহমেদ বাবুল, ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।

Share Button

     এ জাতীয় আরো খবর