May 29, 2024, 8:20 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

নতুন অভিজ্ঞতায় ভাবনার

নতুন অভিজ্ঞতায় ভাবনার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। বরাবরই টিভি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন। বোবা, অন্ধ, পাগলী ও যৌনকর্মীসহ বিভিন্ন চরিত্রে এরইমধ্যে অভিনয় করেছেন তিনি। এবার নতুন অভিজ্ঞতা অর্জন করলেন। তিনি আসছেন মাইম শিল্পী হয়ে। হৃদি হকের ‘বৈশাখ মাইম ট্রুপ’ শিরোনামের একটি নাটকে মাইমের একজন সক্রিয় শিল্পীর ভূমিকায় তাকে দেখা যাবে বলে জানান। এই নাটকটি পহেলা বৈশাখে এনটিভিতে প্রচার হবে। এরইমধ্যে এই নাটকের কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেছেন ভাবনা।

অনেকেই চরিত্রটির জন্য ভাবনার প্রশংসা করছেন। ভাবনা বলেন, এখানে আমার চরিত্রটি মাইম শিল্পীর। আমি মাইম শিল্পকে এতটাই ভালোবাসি, সেই কারণে নিজের প্রিয় স্কুটিও বিক্রি করে দেই মাইমের নতুন প্রযোজনা দাঁড় করানোর জন্য। এর আগে একটি নাটকের একটি দৃশ্যে মাইম করেছিলাম। কিন্তু এই নাটকে আমার চরিত্রের অনেকটা অংশজুড়ে আছে মাইম। এই চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তার ভাষ্য, নির্মাতা বলেছিলেন মাইম আর ক্ল্যাসিকাল নাচের

মুভমেন্ট একই রকমের। আমি যেহেতু নৃত্যশিল্পী তাই আমি চরিত্রটি ভালো ফুটিয়ে তুলতে পারবো বলে তিনি মনে করেন। তার কথায় আমিও সিদ্ধান্ত নেই চরিত্রটি করার জন্য। আমার খুব ভালো লাগে নির্মাতারা আমাকে নিয়ে চ্যালেঞ্জিং চরিত্র ভাবেন। এক সঙ্গে অনেক কাজ করতে চাই না। মনের মতো একটি চরিত্র পেলেই আমি সেটি করবো। এই চরিত্রটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতাও বটে। নাটকটির জন্য দুই দিন রিহার্সেল ও তিনদিন শুটিং করেছেন ভাবনা। এই বৈশাখের জন্য একটি নাটকেই অভিনয় করেছেন এই গ্ল্যামারকন্যা। এদিকে ভাবনা বর্তমানে ঈদের নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন। খ- নাটকের বাইরে তিনি ধারাবাহিকেও অভিনয় করছেন। তার হাতে আছে তিনটি ধারাবাহিক। এগুলো হলো এস এ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’ ও অনিমেষ আইচের ‘জোসনাময়ী’। প্রচার চলতি তিনটি ধারাবাহিক থেকে দর্শকের বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। ভাবনা বলেন, সম্প্রতি আমি ব্রুনাইতে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে দর্শকরা আমাকে দেখালেন আমি কীভাবে ‘জায়গীর মাস্টার’ নাটকে মালেকাবানু চরিত্রে অভিনয় করি। অর্থাৎ কীভাবে কথা বলি, কীভাবে হাঁটি সব তাদের জানা। তার মানে আমার উপলব্ধি, দর্শক আমাদের নাটক দেখেন। এ ছাড়া ইউটিউব ভিউয়ার্স দেখলেও সেটি সহজে বোঝা যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর