May 30, 2024, 9:48 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

জমিদারের বৌ লাবণ্য চরিত্রে শ্রাবন্তী!

জমিদারের বৌ লাবণ্য চরিত্রে শ্রাবন্তী!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। একের পর এক চমকপ্রদ সব সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। সে ধারাবাহিকতায় এবার নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। নাম ‘ছবিয়াল’। পরিচালনা করছেন মানস বুস। এ বিষয় পরিচালক নিজেই জানিয়েছেন, সব কিছু ঠিকই আছে। ১৫ জুলাই থেকে হুগলীতে শুরু হবে এ ছবির প্রথম লটের শুটিং।

এদিকে ‘ছবিয়াল’ সিনেমায় শ্রবন্তীর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা শাশ্বত। এর আগেও ‘গয়নার বাক্স’ ছবিতে অভিনয় করেছিলেন শাশ্বত ও শ্রাবন্তী। তবে সেখানে জুটি হিসেবে ছিলেন না তারা। এবারই প্রথমবারের মতো পর্দায় জমবে তাদের রসায়ন।

জানা গেছে, এই ছবিতে হাবুল নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করবেন শাশ্বত। আর জমিদারের বৌ লাবণ্য চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী। কীভাবে হাবুলের সাথে প্রেম হয়ে যায় লাবণ্যের? দেখা যাবে এই ত্রিভুজ প্রেমের গল্পে। ছবিটির চিত্রনাট্য লিখেছেন কৌশিক বসু।

এদিকে গত ১৯ মেয়ে প্রেমিক রোশন সিংকে বিয়ে করছেন নায়িকা শ্রাবন্তী। বিয়ের পর হানিমুনও সেরেছেন তারা। এটা এই নায়িকার তৃতীয় বিয়ে হলেও ভক্তদের আগ্রহের শেষ ছিল না। বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়িয়েছে তাদের বিয়ে ও হানিমুনের ছবি।

তবে সব কিছুকে ছাঁপিয়ে সবার প্রশ্ন ছিল একটাই। সিনেমায় ফিরবেন কবে শ্রাবন্তী। এবার সে উত্তর মিললো। এ বিষয় শ্রাবন্তী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘অভিনয় করতে আমি মুখিয়ে থাকি। নিত্য নতুন চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে। আর শাশ্বত দা’র সঙ্গে অভিনয় করার মজাই আলাদা। তিনি সবসময় শুটিং সেট মাতিয়ে রাখেন বিভিন্ন মজার মজার কথা বলে। আগেও তার সঙ্গে একটি ছবিতে অভিনয় করা হয়েছে। তবে সেবার ছবিতে প্রেম করা হয়নি। এবার হবে।’

সব মিলিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তীও। বাণিজ্যিক ধারার এ নায়িকা ধিরে ধিরে গল্প ও শিল্পনির্ভর চলচ্চিত্রের দিকে ঝুঁকছেন। ফলে গয়নার বাক্সের মতো চলচ্চিত্রেও তাকে দেখা গিয়েছে। এরকমই গল্প নির্ভর একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মানস বুস।

Share Button

     এ জাতীয় আরো খবর