রংপুর ব্যুরো:
রংপুরের গঙ্গাচড়া থানাধীন রংপুর-নীলফামারী মহাসড়কের খলেয়া এলাকা থেকে চক্রের নেতা মো. চাঁন মিয়া (৫৬) সহ ৭ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১৩, রংপুর । এ সময় একটি ট্রাক আটক করেছে র্যাব।
১৫ মে-২৪ (বুধবার) রাতে তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে ১৬ মে বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকায় রংপুর-নীলফামারী মহাসড়কের দক্ষিণ খলেয়া এলাকায় মো. চাঁন মিয়ার (৫৬) নেতৃত্বে তার সহযোগীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন পণ্যবাহী ট্রাক, মিনিট্রাক, কাভার্ড ভ্যান, বাস, মিনিবাস, মাইক্রো, অটো, সিএনজি থেকে চাঁদা আদায় করে আসছে।
১৫ মে বুধবার রাতে রংপুরগামী রংপুর ট-১১-০৪৪৬ রেজি. নম্বরের পণ্যবাহী ট্রাক থামিয়ে এ চক্রের সদস্যরা চাঁদা আদায় করছিল। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ খলেয়া বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে চাঁদাবাজ চক্রের মূল হোতা মো. চাঁন মিয়া (৫৬), রংপুর সদর থানার লালচাঁদপুর হিন্দু পাড়ার অনিল চন্দ্রের ছেলে অমল চন্দ্র