October 8, 2024, 4:17 am

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

বিপিসির পাওনা পরিশোধে গড়িমসি : অনিয়মের অভিযোগ এসএওসিএলের দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

বিপিসির পাওনা পরিশোধে গড়িমসি

অনিয়মের অভিযোগ এসএওসিএলের দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি (এসএওসিএল)। বিপিসির জ¦ালানি তেল বিক্রির প্রায় ৩৬৫ কোটি টাকা দীর্ঘদিন বকেয়া থাকলেও সেই অর্থ পরিশোধ করেনি এসএওসিএল কর্তৃপক্ষ। তবে সম্প্রতি এসএওসিএলের দুই কর্মকর্তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর দুদকের তদন্ত শুরু হয়। পরে বিপিসি বকেয়া পরিশোধের নোটিস দিলে দীর্ঘদিন বকেয়া থাকা প্রায় ৩৬৫ কোটি টাকা গত মঙ্গলবার একসঙ্গে বিপিসিকে পরিশোধ করেছে এসএওসিএল কর্তৃপক্ষ। এদিকে এসএওসিএলের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটিকে জ¦ালানি পণ্য সরবরাহ বন্ধসহ বিভিন্ন অনিয়ম তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিপিসি।

বিপিসি জানিয়েছে, সরকারের আমদানি করা জ¦ালানি তেল বিক্রি বাবদ প্রায় ৩৬৫ কোটি ৯৫ লাখ টাকা দীর্ঘদিন আটকে রাখে তেল বিপণন প্রতিষ্ঠান এসএওসিএল। এ অর্থ বিভিন্ন বেসরকারি ব্যাংকে এফডিআর করে রাখা হয়।

এদিকে এসএওসিএলের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ এবং কোম্পানির পরিচালক মঈন উদ্দিন আহমেদ বিপিসির অনুমতি ছাড়া জালিয়াতির মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ দুই কর্মকর্তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ৫৭ কোটি টাকা স্থানান্তরের ‘প্রাথমিক প্রমাণ’ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে অভিযোগের পর এসএওসিএলকে ১৫ মার্চের মধ্যে বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়ে সতর্ক করে বিপিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়। চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে এসএওসিএল কর্তৃপক্ষ গত মঙ্গলবার বিপিসির সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছে।

বিপিসির মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিম বলেন, এসএওসিএল বিপিসির কাছ থেকে বিভিন্ন ধরনের তেল নিত। সম্প্রতি প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে এসএওসিএলকে নোটিসের মাধ্যমে বকেয়া পরিশোধের নির্দেশ দিলে তারা প্রায় ৩৬৬ কোটি টাকা একসঙ্গেই পরিশোধ করে দিয়েছে। এদিকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত করতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি। মূলত সরকারি টাকা উত্তোলন করে এ দুই কর্মকর্তার সাউথইস্ট ব্যাংক লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেডের অ্যাকাউন্টগুলোয় জমা করা হয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে চলতি বছরের ২৮ জানুয়ারি উপপরিচালক এসএম সাহিদুর রহমান ও মোহাম্মাদ মাহমুদুর রহমানের সমন্বিত এনফোর্সমেন্ট টিম এসব ব্যাংকে অনুসন্ধান চালায়। অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে দুদক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করে। কোম্পানির পরিচালক মঈন ও তার স্ত্রীর পিরামিড এক্সিম লিমিটেডের নামে গত তিন বছরে বিভিন্ন ব্যাংকে প্রায় ৪৩ কোটি টাকা এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদের গুডউইন কোম্পানির নামে গত তিন বছরে প্রায় ১৪ কোটি টাকা জমা ও উত্তোলনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তের অগ্রগতি প্রসঙ্গে দুদকের প্রধান তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি আমরা তদন্তের কাজে চট্টগ্রামের স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানিতে গিয়েছিলাম। চারদিন থেকে তদন্ত করেছি। তাদের কাছ থেকে নথিপত্র সংগ্রহ করেছি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে পারছি না। অধিকতর তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে। অভিযোগ প্রসঙ্গে জানতে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর