December 9, 2024, 10:32 pm

সংবাদ শিরোনাম
ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক আদালতের নির্দেশনা মানছেন না জেলা প্রশাসক নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সাবরিনারা দেশের গর্বের ধন- সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কিশোরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৪

কিশোরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ৪

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে সদর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান জানান, লতিবাবাদ ইউনিয়নের ডাউকিয়া কাটাবাড়িয়া গ্রাম থেকে গতকাল সোমবার সকালে লাশটি তারা উদ্ধার করেন। নিহত আক্তার খানম (৩২) ওই এলাকার শফিক আহমেদ খানের স্ত্রী। আটককৃতরা হলেন শফিক আহমেদ খান (৩৮), তার ভাই লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আরিফ আহমেদ খান (৩৫), তাদের দুই ভাতিজা রাজিব আহমেদ খান (২৮) ও প্লাবন আহমেদ খান (১৮)। শফিকের বরাত দিয়ে ওসি বলেন, গত রোববার রাত তিনটায় ঘরে পারুলকে ঘরে দেখতে না পেয়ে তাকে আশপাশে খোঁজাখজি করা হয়। সকালে বাড়ির পেছনের পুকুর পাড়ে পারুলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তা উদ্ধার ও চারজেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানান তিনি। ওসি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর