December 9, 2024, 11:11 pm

সংবাদ শিরোনাম
ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক আদালতের নির্দেশনা মানছেন না জেলা প্রশাসক নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সাবরিনারা দেশের গর্বের ধন- সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‘রোহিঙ্গাদের নজরে রাখতে তৎপর পুলিশ’

রোহিঙ্গাদের নজরে রাখতে তৎপর পুলিশ

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

 

রাহিঙ্গা যুবকের হামলায় বাংলাদেশি নিহত হওয়াসহ অপ্রীতিকর ঘটনা বেড়ে যাওয়ায় কক্সবাজারের উখিয়া ও কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার শহরের এক হোটেলে অনুষ্ঠিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সফলতার সঙ্গে রোহিঙ্গা সংক্রান্ত দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্পের বাইরের আইনশৃঙ্খলা রক্ষায় তারা কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গাদের নজরে রাখতে পুলিশ তৎপর রয়েছে জানিয়েছে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ১১টি তল্লাশি চৌকিসহ কক্সবাজার জেলায় ৩২টি তল্লাশি চৌকি বসানো হয়েছে। এসব তল্লাশি চৌকির মাধ্যমে রোহিঙ্গাদের দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়া ঠেকানো হচ্ছে।

এসময় পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) ব্যারিস্টার মাহবুবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর