October 26, 2024, 9:39 pm

সংবাদ শিরোনাম
ভারতের জিডিপিতে ১৬ হাজার কোটি টাকা জুড়তে পারে পণ্য করিডর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে একগুচ্ছ কর্মসূচি বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই-দিনাজপুরে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ দিনাজপুরের ফুলবাড়ী থানায় নতুন অফিসার ইনচার্জ ও ওসি তদন্তের যোগদান নবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেট সিমান্তে ৪৮ বিজিবির অভি্যানে ১ কোটি ২০ লক্ষ টাকার বিভিন্ন চোরাই মালামাল আটক উখিয়ায় সমুদ্র সৈকতে নির্মিত নৌবাহিনীর জেটিটি’র মধ্যাংশ ভেঙে গেছে রংপুরে ১২ বছর পর দলীয় কার্যালয়ে ফিরলো জামায়াত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পালাতক মেয়র তাপসের দূর্নীতির অভিনব পন্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৬৭ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৬৭ জন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি হতে প্রতি আসনের বিপরীতে ৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য জানান। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মোট নয়টি ইউনিটের ৫৭টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধ্যাপক খাদেমুল বলেন, গত ১০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেওয়া হয়। এতে কোটাসহ মোট চার হাজার ৭০০ আসনে বিপরীতে তিন লাখ ১৬ হাজার ১২০ জন প্রার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের জন্য লড়বেন ৬৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ‘এ’ ইউনিটে ৩৩ হাজার ৬৮০, ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৮৬৯, ‘সি’ ইউনিটে ৪৯ হাজার ১৭৪, ‘ডি’ ইউনিটে ২২ হাজার ৫২৬, ‘ই’ ইউনিটে ৪১ হাজার ২৩২, ‘এফ’ ইউনিটে ৩৯ হাজার ৯৩৪, ‘জি’ ইউনিটে ২৮ হাজার ৭৮৩, ‘এইচ’ ইউনিটে ৩৯ হাজার ৬২৬, ‘আই’ ইউনিটে চার হাজার ৩২, ‘জে’ ইউনিটে ১৩ হাজার ৬৪২ ও ‘কে’ ইউনিটে ১১ হাজার ৬২২ জন প্রার্থী আবেদন করেছে।

এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকায় ‘বেশি শিক্ষার্থী’ আবেদন করেছে। আগামি ৭ অক্টোবর দুপুর ১২টা থেকে ১১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে খাদেমুল জানান। ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ধফসরংংরড়হ.ৎঁ.ধপ.নফ এ পাওয়া যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর