June 22, 2025, 1:58 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো

টানা পাঁচ কার্যদিবস সূচক বাড়লো

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৮ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা পাঁচ কার্যদিবস উত্থান হলো। তবে তার আগে টানা সাত কার্যদিবস দরপতন হয়েছিলো।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও প্রকৌশল খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সোমবার লেনদেন হয়েছে। এর আগের দিন ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম বাড়ায় উত্থান হয়েছিলো।

ডিএসইর তথ্য মতে, এদিন এ বাজারে ৯ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ১৪১টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ৪১ লাখ ৯৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬২ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান নেয়। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৮৩টির এবং ৩৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকা।

Share Button

     এ জাতীয় আরো খবর