ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ঢাকায় গ্রেফতার ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নির্বাচনের আগে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মোফজ্জাল হোসেন (২৪) এবং মুক্তা চৌধুরী (৪০) নামে ওই দুইজনকে গ্রেফতার করা হয় বলে র্যাব গতকাল মঙ্গলবার জানিয়েছে। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দুজন ফেইসবুকের মাধ্যমে নির্বাচন কমিশন, সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ সম্পর্কে জনমনে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়ানোর চেষ্টার পাশপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ নকল করে উস্কানিমূলক তথ্য ফেইসবুকের মাধ্যমে প্রচার চালিয়ে আসছিল। নির্বাচনের আগে মিথ্য তথ্য ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য ছিল বলে র্যাবের দাবি। মোফাজ্জাল ও মুক্তার বিরুদ্ধে শের-ই-বাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে র্যাব।