June 24, 2025, 1:36 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

লেনদেন কমলেও সূচক বেড়েছে

লেনদেন কমলেও সূচক বেড়েছে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

লেনদেন কমলেও মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

সপ্তাহের প্রথম দিন গতকাল রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্টের বেশি। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৫৬ পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল রোববার ডিএসইতে ৩৫৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ১০৯ কোটি ২২ লাখ টাকা কম। বৃহস্পতিবার এই বাজারে ৪৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অন্যদিকে সিএসইতে ৬০ কোটি ৬৯  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের এই অঙ্ক বৃহস্পতিবারের তুলনায় ১৪ কোটি টাকা বেশি। গতকাল রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৮৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮১ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৫০ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ দশমিক ৬০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১৯৪ দশমিক ৫৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৭ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির দর।

Share Button

     এ জাতীয় আরো খবর