October 7, 2024, 6:30 pm

সংবাদ শিরোনাম
মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী

আগর-আতর শিল্প নীতিমালা-পর্যাপ্ত গ্যাসের অভাবে ধুঁকছে

আগর-আতর শিল্প নীতিমালা-পর্যাপ্ত গ্যাসের অভাবে ধুঁকছে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আগর গাছ বিক্রির ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা ও পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সুজানগরের ঐতিহ্যবাহী আগর-আতর শিল্প অস্তিত্ব সংকটে ভুগছে। সরকারি ব্যবস্থাপনায় আগর প্রকল্প বাস্তবায়িত হলেও রয়েছে পৃষ্ঠপোষকতার অভাব।

আধুনিক জ্ঞান ও শিল্পঋণের অভাব, বাজারজাতকরণে সহায়তা না পাওয়া, ই-মার্কেটিং, ই-বিজনেস সম্পর্কে ধারণা না থাকা, উচ্চ আমদানি শুল্ক আরোপ, আমলাতান্ত্রিক নানা জটিলতার কারণে এ শিল্পটি বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে স্থানীয়ভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের নানা রকম হয়রানি বাধা হয়ে দাঁড়িয়েছে এ শিল্পের বিকাশে।

এজন্য মান নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট স্থাপনসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পের সঙ্গে জড়িতরা।

সুজানগরের কয়েকটি কারখানা ঘুরে দেখা যায়, বিশ্ববাজারে আগর-আতরের ব্যাপক চাহিদা থাকায় মৌলভীবাজারের প্রায় সবক’টি উপজেলায় ছোটবড় বাগানের পাশাপাশি বসতবাড়ির আঙিনায় আগর চাষ করা হচ্ছে। এই শিল্পের সঙ্গে জড়িত ৫০ থেকে ৬০ হাজার নারী-পুরুষ শ্রমিক।

এক সময় আগর গাছে প্রাকৃতিকভাবে সৃষ্ট ক্ষতের রেজিনযুক্ত কাঠ থেকে প্রক্রিয়াজাতের মাধ্যমে আগর তেল বা সুগন্ধি তৈরি করা হতো। বর্তমানে কৃত্রিমভাবে সংক্রমণ ঘটিয়ে ১২-১৫ বছর বয়সের আগর গাছ থেকে মূল্যবান আগর সংগ্রহ করা সম্ভব হচ্ছে। সুজানগর ইউনিয়নের বাড়িতে বাড়িতে প্রায় সাড়ে তিন শতাধিক আগর কারখানা রয়েছে। তবে অধিকাংশই ছোট ও মাঝারি আকারের। শুধু বড়লেখায় বছরে আগরের নির্যাস (তেল) উৎপাদিত হয় প্রায় দুই হাজার লিটার। এক লিটার কাঁচা আতরের স্থানীয় বাজার মূল্য ৬ লাখ টাকার বেশি। এই ২ হাজার লিটার নির্যাস বিদেশে বিক্রি করে প্রায় ১২০ কোটি টাকা আয় হচ্ছে। এ ছাড়া রপ্তানি হচ্ছে প্রচুর সংখ্যক আগর কাঠ। মধ্যপ্রাচ্যের মানুষ বিভিন্ন অনুষ্ঠানে আগর কাঠ ধূপের মতো জ¦ালিয়ে সুগন্ধি তৈরি করে।

গাছ থেকে চলছে আতর তৈরির প্রক্রিয়াআগর রপ্তানিকারকরা জানান, উৎপাদন পদ্ধতির আধুনিক কৌশল সম্পর্কে জ্ঞানের অভাবসহ বাজারজাতকরণে সরকারের সহযোগিতা না থাকায় আন্তর্জাতিক বাজারে পণ্য নিয়ে দর-কষাকষি করা সম্ভব হচ্ছে না। ফলে দেশের রপ্তানি খাতে অবদান রাখার সুযোগ থাকলেও পারছে না আগর-আতর শিল্প। এজন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হলে ব্যক্তি উদ্যোগে আগর চাষ বাড়বে।

শুধু তাই নয়, এ শিল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এ ছাড়া রপ্তানির ক্ষেত্রে আইনি বিভিন্ন জটিলতার কারণে আগর-আতর উৎপাদনকারীরা ফ্রান্স, ভারত, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশে অবৈধপথে বছরের পর বছর ধরে আগর-আতর রপ্তানি করছেন। এতে সরকারও প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

বাংলাদেশ আগর অ্যান্ড আতর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনসারুল হক  বলেন, ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা ডিগ্রি কলেজ মাঠের জনসভায় আগর-আতরকে ক্ষুদ্রশিল্প হিসেবে ঘোষণা করেন। আগর শিল্পের স্বার্থে গ্যাস সংযোগ দিতে হবে। প্রায় তিন শতাধিক কারখানার মধ্যে অর্ধেকের বেশি কারখানায় গ্যাস সংযোগ নেই। আর যেসব কারখানায় গ্যাস সংযোগ রয়েছে, সেগুলোতে গ্যাসের চাপ কম থাকায় আগুনের তাপমাত্রা কমে যাওয়ায় ঠিকমতো আতর উঠছে না। এ শিল্পের অগ্রগতির জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ বাড়ানোর পাশাপাশি গ্যাস বিলিংয়ের ক্ষেত্রে শিল্প হিসেবে বিবেচনায় নিয়ে বিলিং করতে হবে।

অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুল ইসলাম তারেক  বলেন, আগর বের করার পর কাঠের ডাস্টগুলো ফেলে দেওয়া হয়। সেটা আমাদের দেশে কোনো কাজে লাগে না। বর্তমানে এ ডাস্টগুলো প্রক্রিয়া করে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা দরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

তবে গাছ কাঁটা থেকে শুরু করে গ্যাস সংযোগ ও রপ্তানির জন্য মান নির্ণয়ে দেশে কোনো ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে সমস্যা সৃষ্টির পাশাপশি সঠিক দাম পান না ব্যবসায়ীরা। গ্যাস সংযোগ থাকলে আতর তৈরি কারখানা সাড়ে তিনশ থেকে এক হাজারে পরিণত হবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়বে অরো ৫০ থেকে ৬০ হাজার মানুষের।

এ প্রসঙ্গে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম  বলেন, শতভাগ স্থানীয় কাঁচামালে তৈরি আগর-আতর বাংলাদেশের একটি প্রিমিয়াম পণ্য হতে পারে। তাই সরকারসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে আগর-আতর হতে পারে তৈরি পোশাকশিল্পের মতো আরেকটি নির্ভরযোগ্য রপ্তানিমুখী শিল্প। যার মাধ্যমে দেশ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

তিনি জানান, এসএমই ফাউন্ডেশন এ শিল্পের অধীনে তিন কোটি টাকার সহজ শর্তেও ঋণ অনুমোদন করেছে। যা ব্যাংকের মাধ্যমে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু নানা সমস্যায় এ শিল্পটির মাধ্যমে অর্জিত অর্থ থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

Share Button

     এ জাতীয় আরো খবর