কাতারে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কাতারে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি সাব মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সময় চারটার দিকে কাতারের হামাদ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামের মৃত আশুব আলীর ছেলে। পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য ২০০৭ সালে পাড়ি জমান কাতারে। যেখানে এসে তিনি একটি কনস্টাকশন কোম্পানি চাকরি নেন। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী ও ছয় মেয়ে সন্তান রয়েছে। কাতার প্রবাসী তার প্রতিবেশি মিজান মিয়া জানান, গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর দোহার আল দোয়েল রোডে সড়ক দুর্ঘটনায় আহত হন সাব মিয়া। পরে তাকে উদ্ধার করে হামাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।