December 9, 2024, 10:21 pm

সংবাদ শিরোনাম
ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা হবিগঞ্জের ৪ গ্রামের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত শতাধিক আদালতের নির্দেশনা মানছেন না জেলা প্রশাসক নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ৫ সাদুল্লাপুরে পারিবারিক কলহে অটোভ্যান চালকের আত্মহত্যা বান্দরবানে আগুনে এ্যাম্বুলেন্সসহ দুই গাড়ি পুড়ে ছাই বান্দরবান-রুমার বেইলি সেতু ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সাবরিনারা দেশের গর্বের ধন- সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈষ্যমবিরোধীছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী: জেনারেল আজিজ

যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী: জেনারেল আজিজ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশের প্রয়োজনে সেনাবাহিনী যেকোনো পরিস্থিতিতে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাসদস্য এবং ২০১৭ ও ২০১৮ সালের শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন জেনারেল আজিজ আহমেদ। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী আজ তার নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন আর্থসামাজিক ও জাতিগঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকার ও প্রশাসনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে জনগণের সঙ্গে একাত্ম হয়ে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনী সদাপ্রস্তুত। দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আদর্শিক প্রেরণায় সেনাবাহিনীর সব সদস্য তাদের অর্পিত দায়িত্ব নিরলসভাবে পালন করে চলেছে। এ সময় সেনাপ্রধান মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ৪৮ জন খেতাবপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান করেন। পরে শান্তিকালীন পদকপ্রাপ্ত আরও ২৮ জন সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর