December 27, 2024, 1:22 pm

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

সাইবার ক্রাইম দিনে দিনে বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ দরকার: মেনন

সাইবার ক্রাইম দিনে দিনে বেড়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ দরকার: মেনন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সমাজকল্যান মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের মধ্যে কিছু আপত্তি রয়েছে। আমিও তাদের সাথে একমত। আমি চাইনা সংবাদপত্রের কন্ঠরোধ করা হোক। তবে সাইবার ক্রাইম দিনে দিনে বেড়ে যাচ্ছে। এগুলো নিয়ন্ত্রন করা দরকার। তা না হলে শুধু রাজনীতি নয়, ব্যক্তি পর্যায়েও ক্ষতির সম্মুখীন হতে হবে। তারপরও ডিজিটাল আইন নিয়ে আমরা পুনরায় বিবেচনা করছি। বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে গত সোমবার দিবাগত রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট হয়েছে। এটা বড় ধরনের অগ্রগতি। প্রবীন সাংবাদিকদের জন্যও কিছু করার বিষয় আমরা আলোচনা করছি। ১/১১ এর মত বিএনপি, জামায়াতি আর বামাতিরা আজ এক হয়ে আল্টিমেটাম দিয়েছে। তাদের লক্ষ্য নির্বাচন বানচাল করা। এক এগারোতে তারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিলো। এখন আর বাংলাদেশের জনগনকে এত বোকা ভাবার কারণ নাই। জনগনই নির্ধারন করবে কে ক্ষমতায় যাবে। সংবিধানিক পদ্ধতিতেই নির্বাচন হবে, অন্য কিছুর সুযোগ নেই। আর কেউ যদি নির্বাচনে না আসে তবে আমাদের কিছু করার নেই। মতবিনিময় সভায় ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম নিলু, বরিশাল-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, শহীদ আবদুর রব সেনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর