প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেলো পাবনার রোগে আক্রান্ত ১৭ ব্যক্তি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নানা জটিল রোগে আক্রান্ত অসহায় ১৭ ব্যক্তির সু–চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৭ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। গতকাল শনিবার পাবনা–৩ এলাকার সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এ অনুদানের চেক প্রদান করেন। সংসদ সদস্যের ভাঙ্গুড়ার সরদারপাড়াস্থ বাসভবনে যে ১৭ জন অসুস্থ ব্যক্তির হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয় তারা হলেন– ভাঙ্গুড়া উপজেলার গোবিন্দপুর গ্রমের আলেয়া ও রোজিনা খাতুন, সরদারপাড়া গ্রামের বিল্পব শীল, হাটগ্রামের রেজাউল করিম, ভাঙ্গুড়া বাজারের বেলা রানী রায়, মসজিদ পাড়ার ওলিউল্লাহ সুজা, বেতুয়ান গ্রামের আবদুর রশিদ, বোয়ালমারী গ্রামের আবদুল জলিল, চাটমোহর উপজেলার হেংলিবুধপাড়ার ইব্রাহিম হোসেন, ধরইল গ্রামের ইউনুছ আলী, পবাখালি গ্রামের ইয়াকুব আলী, শাহাপুর গ্রামের হাফিজুর রহমান, সুই গ্রামের খয়বর আলী, পাচবাড়িয়া গ্রামের মতিউর রহমান, সোহাগবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেন, ফরিদপুর উপজেলার ডেমরা পুর্ব পাড়া গ্রামের রিনা খাতুন ও দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের রফিকুল ইসলাম। এ সময় সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব–উল–আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে চেক গ্রহিতারা ক্যান্সার, কিডনি, ব্রেন টিউমার, হৃদযন্ত্রে ব্লকসহ নানা রোগে আক্রান্ত। সংসদ সদস্য মকবুল হোসেন সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অনুগ্রহে পাবনা–৩ এলাকায় এ পর্যন্ত দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় ১০ কোটি টাকার অনুদান বিতরণ করা হয়েছে। চেক বিতরণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।