মৌলভীবাজারে জেল হত্যা দিবস পালন
মৌলভীবাজার প্রতিনিধি
জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জ্ঞাপন এর মাধ্যমে জেল হত্যা দিবস পালন করা হয়েছে জেলা আওয়ামীলীগের উদ্যাগে মৌলভীবাজার পৌর হলরুমে আজ ৩ নভেম্বর। জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য হোসনে আরা ওয়াহিদ, নবগঠিত কমিটির জাতীয় পরিষদ সদস্য মো. ফিরোজ, সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, আজমল হোসেন, ভূপতিরঞ্জন চৌধুরী, মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল । এছাড়াও জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব খান, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগরসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।