কুলাউড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে জেলার কুলাউড়া উপজেলায় বিভিন্ন যায়গায় গত ১৮ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা এবং খাবারে অস্থাকর ফ্লেবার মিশানোর দায়ে মা সুমা বেকারীকে (কুলাউড়া, জুড়ী রোড) ৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা এবং খাদ্যপন্যের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখার অপরাধে রিমা বেকারীকে (উওর বাজার, কুলাউড়া) ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলার সেনিটারী ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমেদ এবং কুলাউড়া থানার সঙ্গীয় পুলিশ ফোর্স।