October 7, 2024, 6:26 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

পুঁজিবাজার ঊর্ধ্বমুখী সূচকে ঈদের ছুটিতে

পুঁজিবাজার ঊর্ধ্বমুখী সূচকে ঈদের ছুটিতে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কোরবানির ঈদের ছুটির আগে শেষ কার্যদিবস সোমবার সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ওষুধ ও রসায়ন এবং বস্ত্রখাতের প্রায় সব শেয়ারের দাম বেড়েছে।

পাশাপাশি ব্যাংক খাতের শেয়ারের মিশ্র প্রবণতায় লেনদেন হওয়ায় সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেন। এর ফলে পুঁজিবাজারে টানা চার কার্যদিবস উত্থান হলো।

সূচক ওঠানামার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়ে চলে দুপুর পৌনে ১টা পর্যন্ত। এরপর আইসিবিসহ কয়েকটি প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের বাকি সময়ের লেনদেন হয়। দিন শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৩২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৪ পয়েন্ট।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ১৫ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৯৪৮টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৩২ লাখ ৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬০ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৫৮০ কোটি ৭৬ লাখ ৮৬ হাজার টাকার।

তিন সূচকে নির্ভর ডিএসই’র প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৩২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৮ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৬ কোটি ৩৭ লাখ ৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৩৮৯ টাকার।

লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

Share Button

     এ জাতীয় আরো খবর