বরগুনায় গাঁজাসহ ২ নারী মাদক বিক্রেতা আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বামনায় দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন–উপজেলার কালিকাবাড়ী গ্রামের মো. ছগীর চাকরের স্ত্রী মোসা. ছালমা (৩৮) ও আবদুল হক চাকরের স্ত্রী মোসা. মরিয়ম (৫৬)। তারা দু’জন সর্ম্পকে শাশুড়ি ও পুত্রবধূ। বরগুনা ডিবির ওসি (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেতাগী উপজেলা থেকে গাঁজা নিয়ে বামনা লঞ্চঘাট পৌঁছালে ছালমা ও মরিয়মকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।