নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হারুন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষিতা বাদী হয়ে গতকাল শুক্রবার মামলাটি দায়ের করেন। পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। সে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের মাতাইন এলাকার আজগর আলীর ছেলে। ধর্ষিতা স্থানীয় একটি কলেজের ছাত্রী। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আযহার জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরেই হারুন ঐ ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। উক্ত সম্পর্কের দাবি নিয়ে বিভিন্ন সময় তার সাথে দৈহিক সর্ম্পক করে আসছিল।
সর্বশেষ ২৫ অক্টোবর তাকে বিয়ে করবে বলে আশ^াস দিয়ে উপজেলার বিশ^নন্দী এলাকায় ফেরিঘাটে ঘুরতে নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি এমএ হক ধর্ষণের অভিযোগে একটি মামলায় হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।