October 7, 2024, 2:27 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

ড্র বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

ড্র বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বাংলাদেশের দু’দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে এ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান-বোলাররা নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিতে সক্ষম হয়েছে।

এ্যান্টিগায় টস জিতে প্রথম ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ওপেনার তামিম ইকবালের ১২৫ ও মাহমুদুল্লাহ রিয়াদের ১০২ রানের সুবাদে ৪০৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ১৭টি চার ও ৪টি ছক্কায় ১৬৫ বল মোকাবেলা করে আহত অবসর নেন তামিম।

ছয় নম্বরে ব্যাট হাতে নামা মাহমুদুল্লাহও সেঞ্চুরির পর আহত অবসর নেন। তার ১১১ বলের ইনিংসে ১৬টি চার ও ১টি ছক্কা ছিলো। এ ছাড়া বাংলাদেশের পক্ষে অধিনায়ক সাকিব ৬৭, ইমরুল কায়েস ৪০ ও মেহেদি হাসান মিরাজ ২৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ৪ উইকেট নেন।

এরপর ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশ বোলারদের তোপে দ্বিতীয় ও শেষ দিন শেষে ৮ উইকেটে ৩১০ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে সিমরন হেটমায়ার সর্বোচ্চ ১২৩ রান করেন। বল হাতে বাংলাদেশের আবু জায়েদ-শফিউল ইসলাম ২টি করে এবং রুবেল হোসেন-কামরুল ইসলাম রাব্বি-মাহমুদুুল্লাহ-মোমিনুল ১টি করে উইকেট নেন।

এ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আগামি ৪ জুলাই থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১২ জুলাই থেকে কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট লড়াই শেষে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

Share Button

     এ জাতীয় আরো খবর