October 7, 2024, 12:26 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

বড় উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

বড় উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বড় ধরনের সূচক উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। এর ফলে টানা চার কার্যদিবস সূচকের উত্থান হয়েছে। সূচকের তেজিভাবের মধ্য দিয়ে ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এ সময় সূচক বাড়ে ৫৬ পয়েন্ট। এরপর শেয়ার কেনা-বেচার চাপে কিছুটা সময় সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। তবে দুপুর ১২টার পর থেকে আবারও তেজিভাবে ফেরে সূচক। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১১৫ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, এদিন ১৬ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৫১১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭১১ কোটি ৫৪ লাখ ৬৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮৫৮ কোটি ৭৪ লাখ ৫১ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৬ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা। ডিএসইর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১৫ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ২৮ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১৫ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসই-তে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। অপর বাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৭২ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩৪ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪০ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা।  এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

Share Button

     এ জাতীয় আরো খবর