রাজধানীর রাস্তায় নৌকা চলে!
ডিটেকটিভ নিউজ ডেস্ক
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়া নতুন কিছু নয়। নগরীর বিভিন্ন সড়কে উন্নয়নের কাজ চলায় এ সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। সামান্য বৃষ্টি হলেই মিরপুর–১০ নম্বর থেকে কাজীপাড়া এলাকা তলিয়ে যায়। এ ভোগান্তি থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। রাস্তায় খনাখন্দ থাকায় রিকশা–বাস চলাচলও সীমিত। এ কারণে রোকেয়া সরণির ওই রাস্তায় এখন নৌকা চলছে! গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর কাজীপাড়া এলাকার প্রধান সড়কে নৌকা চলতে দেখা গেছে। এ চিত্র দেখে ভোগান্তিতে পড়া মানুষজন বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। এসময় মিরপুর বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্র বাবু ক্ষোভপ্রকাশ করে বলেন, কলেজের যাওয়ার উদ্দেশে শেওড়াপাড়া থেকে বেলা ১১টার দিকে বাসে উঠেছি, এখন সাড়ে ১১টা বাজে মাত্র কাজীপাড়ায় এসেছি। বেলা ১২টার দিকে আমার ক্লাস আছে, জলাবদ্ধতার কারণে বাসও ঠিকভাবে চলতে পারছে না। সংশ্লিষ্টরা যদি এ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো সমাধান না করেন তাহলে এ ভোগান্তি চলতেই থাকবে। এ সময় পাশ থেকে সিহাব নামে তারই এক সহপাঠী বলেন, বাসে না উঠে নৌকায় ওঠা উচিত ছিল। তাহলে তাড়াতাড়ি যেতে পারতাম। ক্লাসও করতে পারতাম। পুরো মিরপুর এলাকার নিত্য ভোগান্তির এ চিত্র নিয়ে বাসে থাকা অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।