December 22, 2024, 7:20 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য আটটি লঙ্গরখানা

কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য আটটি লঙ্গরখানা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনসহ বিতাড়ন অভিযানের মধ্যে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে খাবার নিশ্চিত করার জন্য কক্সবাজারে আটটি লঙ্গরখানা খোলা হচ্ছে। স্থানীয় প্রশাসনের রোহিঙ্গা সেলের প্রধান অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ জানান, মঙ্গলবার থেকে উখিয়ার বালুখালী ও কুতুপালং এলাকায় গড়ে ওঠা নতুন শরণার্থী বস্তিতে এসব লঙ্গরখানা খোলা হবে। রান্না করা খাবার সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ১২টি স্থান থেকে বিতরণ করা হবে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ¯্রােত অব্যাহত থাকায় মানবিক বিপর্যয় ঠেকাতে প্রশাসন বিভিন্ন কার্যক্রম চালু রেখেছে। চাহিদার তুলনায় অপ্রতুল হলেও মানবিক সংকট ও বিপর্যয় কাটিয়ে উঠতে প্রশাসন লঙ্গরখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সবাইকে যত দিন ত্রাণের আওতায় আনা সম্ভব হবে না তত দিন এসব লঙ্গরখানা চালু থাকবে। গত ২৪ অগাস্ট রাতে রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ভয়ঙ্কর অভিযান চলছে। মুসলমান রোহিঙ্গাদের প্রতি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের বিদ্বেষ পেয়েছে নতুন মাত্রা। অন্তত চার লাখ ৩০ হাজার রোহিঙ্গা ইতোমধ্যে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনের এই পরিস্থিতিকে জাতিসংঘ বর্ণনা করেছে ‘জাতিগত নির্মূল অভিযানের’ ধ্রপদী উদাহরণ হিসেবে। গত মাসের শেষ দিকে নতুন করে এই সহিংসতা শুরুর আগে দশ লাখের বেশি রোহিঙ্গার বসবাস ছিল রাখাইন রাজ্যে। কয়েকশ বছর ধরে মিয়ানমারে বসবাস করে এলেও সরকার তাদের নাগরিকত্ব দেয়নি। এমনকি তাদের স্বাধীনভাবে চলাফেরার ওপরও রয়েছে কড়াকড়ি। মিয়ানমারের সংখ্যগরিষ্ঠ বৌদ্ধরা রোহিঙ্গাদের বিবেচনা করে ‘বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী’ হিসেবে।

Share Button

     এ জাতীয় আরো খবর