November 11, 2024, 12:35 am

ভোলার আলীনগর থেকে ১৭০২ পিস ইয়াবাসহ কক্সবাজারের মহিলাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ

 ভোলা প্রতিনিধি:

মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী ভোলার সু-যোগ্য পুলিশ সুপার মোকতার হোসেনের চলমান আভিযানকে অব্যাহত রেখে, ফের বুধবার বিকেলে আলীনগর ইউনিয়ন থেকে কক্সবাজারের মহিলাসহ ২ মাদক ব্যবসায়ীকে ১৭০২পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

এ ব্যাপারে বুধবার সন্ধ্যায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশ সুপার মোকতার হোসেন। সংবাদ সম্মেলনে জানাগেছে, কক্সবাজার জেলার, টেকনাফের আলীয়াবাদের মৃত নুর ইমানের ছেলে ফোরকান আহাম্মেদ (৫০) ও তার স্ত্রী খালেদা বেগম (৩৬) আলীনগর ইউনিয়নের ৭নংওয়ার্ডের মৃধা বাড়ীর রহিম ও ছগির নামে ২ মাদক বিক্রেতার কাছে এ মাদক পৌছে দেয়ার জন্য এসেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোকতার হোসেন এ খবর জানতে পেরে এসআই সওকতের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পাঠায়। ওই মুহুর্তে পুলিশ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী ফোরকান ও খালেদাকে ১৭০২ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ সূত্রে জানাগেছে, ফোরকান ও খালেদা দেশের অন্যতম মাদক সিন্ডিকেটের সদস্য তারা বার্মা ও কক্সবাজার থেকে মাদক আমদানী করে ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৫মার্চ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর