October 6, 2024, 4:32 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

দিনাজপুরের ১৩টি উপজেলায় বিক্রি হচ্ছে ভেজাল ঔষধ, হাসপাতাল গুলিতে রোগীরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না ॥

মাসউদ রানা- দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ১৩টি উপজেলার বিভিন্ন ফার্মেসীতে প্রকাশ্যে বিক্রয় হচ্ছে মেয়াদ উর্ত্তীণ, ভেজাল ও নিম্ন মানের ঔষধ। ফলে সাধারণ মানুষ নিম্নমানের ঔষধ সেবন করে নানারোগে আক্রান্ত ও প্রতারিত হচ্ছে। এছাড়া দিনাজপুরের ১৩টি উপজেলার সরকারি হাসপাতালের সরকারি ঔষধ উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জের হাট-বাজারের ফার্মেসীগুলোতে দেদারসে বিক্রি হচ্ছে। প্রতিবেশী দেশ ভারত থেকে চোরাইপথে নিম্নমানের ঔষধ একশ্রেণীর অসাধু অর্থলোভি কমিশন বানিজ্যের কারণে এখন জমজমাট ভাবে বিক্রি হচ্ছে। নাম-সর্বস্ব কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সাথে হাসপাতালের চিকিৎসকদের গোপন সমঝোতার কারনে নিম্নমানের ঔষধ সেবন করতে হচ্ছে অসহায় রোগীদের। আর এর খেসারত টানতে হচ্ছে এলাকার অসহায় সাধারণ মানুষদের। অনুসন্ধানে জানা যায়, বৃহৎ দিনাজপুরের ১৩টি উপজেলার জনবহুল এলাকা হওয়ায় ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠছে ফার্মেসী ও প্রাইভেট ক্লিনিক সহ হাতুড়ে ডাক্তারদের হাতে জিম্মি হয়ে পড়েছে উক্ত উপজেলাগুলির প্রায় লক্ষ লক্ষ মানুষ। প্রতিকার বা দেখার কেউ নেই। তবে হাসপাতালগুলিতে ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীরা নাকে তেল দিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছেন। রোগীরা এসব ডাক্তার ও কর্মকর্তাদের কাছ থেকে কোন রকম সঠিক চিকিৎসা পাচ্ছেন না। নার্সরা রোগীদেরকে ঠিক মত সেবা দিচ্ছেন না। অনেক নার্স বছরের পর বছর একই হাসপাতালে চাকুরী করে যাচ্ছেন। ফলে তাদের দাপটে রোগীরা পর্যন্ত জিম্মি হয়ে পড়েছে। যেমন ফুলবাড়ী হাসপাতাল সরজমিনে গিয়ে দেখা যায় নার্সরা রোগীদেরকে ঠিক মত সেবা দিচ্ছে না। ইচ্ছা মত তার কাজ কর্ম করছে। অনেকে এখানে বাসা-বাড়ী বানিয়ে যুগ যুগ ধরে অবস্থান করছেন। রোগীরা অভিযোগ করে বলেন আমরা ডাকলেও তাদেরকে কাছে পাই না। আবাসিক মেডিকেল অফিসার দিনে দুইবার পরিদর্শন করেন। সকালে এবং রাত্রীতে। তাও আবার ঠিকমত আসেন না বলে রোগীরা জানান। অপর দিকে প্রসূতি মায়েদের জরুরি বিভাগ না থাকায় দিনাজপুরের ১৩টি উপজেলার মানুষ সরকারী সেবা পাচ্ছে না। সরকার স্বাস্থ্য সেবার মান উন্নয়েনর কথা বলেও বাস্তবে দিনাজপুরের ১৩টি উপজেলার হাসপাতালগুলির বেহাল অবস্থা। জেলা সিভিল সার্জন উপজেলা পর্যায়ে হাসপাতালগুলি পরির্দশন করলেও পরর্বতীতে ঐ একই অবস্থা দেখা যায়। এ ব্যাপারে দিনাজপুরের বিভিন্ন  পেশা জীবির মানুষ স্বাস্থ্য সেবার প্রতি সুদৃষ্টি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রীর আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২১ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর