December 28, 2024, 9:19 am

বিএনপির নিষেধাজ্ঞা ছিল না নির্বাচনের নিয়ে ভবিষ্যতেও থাকবে না

কক্সবাজার প্রতিনিধিঃ

নির্বাচনে আসার বিষয়ে বিএনপির অতীতেও কোনো নিষেধাজ্ঞা ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।শুক্রবার রাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউস মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে এক মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। তথ্যমন্ত্রী আরও বলেন, একশ্রেণীর মানুষ মহাজোটে এসে অনিয়ম ও দুর্নীতি এবং দলবাজি করে সরকারের সুনাম নষ্ট করছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে তাদের দমন  করেছেন। শেখ হাসিনা সরকারের হাত থেকে দুর্নীতিবাজ রক্ষা পাবে না।কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, তোফায়েল আহমদ, ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সাংবাদিক নেতরা।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর