প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, খেলাধুলার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য সরকার দেশের সকল উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছেআজ শুক্রবার খুলনার ডুমুরিয়ায় মিনি স্টেডিয়াম পরিদর্শন ও খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। ক্রীড়াই পারে শিক্ষার্থীদের সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থেকে দুরে রাখতে। এসময় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে মন্ত্রী খুলনার খালিশপুর ওয়ান্ডরল্যান্ড শিশু পার্কে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় ইউনিটের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র এবং বর্তমান খুলনা বিশ্বাবিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মুহাম্মদ ফায়েক উজ্জামানসহ প্রাক্তন ছাত্রার বক্তৃতা করেন। পরে তিনি র্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল