July 17, 2025, 6:47 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস

এস এম মিলন জয়পুরহাট প্রতিনিধিঃ

ক্ষেতলাল উপজেলার সদর দীঘির পাড়া মহল্লায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা শ্রী কৃষ্ণপদ দেবনাথের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীঘির পাড়া মহল্লার মৃত ভবানী চন্দ্র দেবনাথের চার পুত্র — শ্রী তরনী দেবনাথ, শ্রী রনজিৎ চন্দ্র দেবনাথ, শ্রী সুবাস দেবনাথ এবং শ্রী বিপুল চন্দ্র দেবনাথ — ওয়ারিশ সূত্রে দীর্ঘদিন ধরে ক্ষেতলাল মৌজার সিএস খতিঃ ১৩৮৩ এসএ-১৮২২, আরএস-২৯৩১ নম্বর খতিয়ানভুক্ত, সাবেক দাগ ৮৯০ এবং হাল দাগ ১০০২৩ এর ১৩.২৫ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। উক্ত সম্পত্তির খাজনা-খারিজ হালনাগাদ অনলাইনে রয়েছে এবং এতে গাছপালা রোপণ করে তারা নিয়মিত ফসল ফলিয়ে আসছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।

তবে এই সম্পত্তি দখলের চেষ্টা করছেন একই এলাকার মৃত অমূল্য চন্দ্র দেবনাথের পুত্র কৃষ্ণপদ দেবনাথ। অভিযোগ অনুযায়ী, কৃষ্ণপদ ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বারবার জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালান এবং তরনী দেবনাথের পরিবারের কাজে বাধা দেন।

গত বৃহস্পতিবার ১৯ জুন ক্ষেতলাল সদর ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে দিঘির পাড়া নালিশে সম্পত্তিতে তদন্ত করে যায়,
এ বিষয়ে সদর ভূমি অফিসের তৌশিলদার মমিনুল হক বলেন, আমরা ঘটনাস্থলে গেছিলাম তদন্ত চলমান আছে, আমরা রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে পেশ করব আমরা গণমাধ্যমকে বিষয়টি জানাবো না।

এ বিষয়ে জয়পুরহাট জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব চপল জানান, স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধানে পৌঁছানো যায়নি। তিনি আরও বলেন, “তরনী দেবনাথদের পরিবার পৈত্রিকভাবে জবরদখল মালিকানায় রয়েছে। অন্যদিকে কৃষ্ণপদকের পরিবার দাবি করছে, তাদের পূর্বপুরুষ হলধর দেবনাথ ১৪/৪৮ নম্বর দলিল অনুযায়ী উক্ত জমির মালিক হয়েছে।

বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত কৃষ্ণনপদ দেবনাথ বলেন, “ওই জমিতে আমার আগে থেকেই গাছ রয়েছে। বিস্তারিত কাগজপত্র আমার প্রতিনিধি আব্দুস সামাদের কাছে রয়েছে, আপনি তার সঙ্গে যোগাযোগ করুন। যদি প্রয়োজন হয় আমি আপনার সাথে পরে যোগাযোগ করবো, এরপর তিনি ফোন কেটে দেন।

এই ঘটনায় কৃষ্ণপদকের আপন চাচা শ্রী খোকন চন্দ্র দেবনাথ বলেন, “তরনী দেবনাথের পরিবার দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছে।” এ বিষয়ে কৃষ্ণপদকের মিসেস ও ঠাকুমা বলেন, তরনীর পরিবার জবরদখল করে গাছ লাগিয়েছেন, স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, “আমি যতটুকু জানি, তরনী দেবনাথদের পরিবারই জমিতে দখলে আছেন। তবে কাগজপত্র কার ঠিক, সেটা বলতে পারছি না।” স্থানীয় ক্ষণ্যমান্য ব্যক্তির সঙ্গে কথা বলে দেখা যায় তরণী দেবনাথের পরিবারই জমিতে ভোগদখলে আছেন।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় শান্তিপ্রিয় মানুষজন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন, যাতে আইন অনুযায়ী সুষ্ঠু সমাধানে পৌঁছানো যায়।

Share Button

     এ জাতীয় আরো খবর