নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
উখিয়ায় মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা গত ১৯ জুন ২০২৫ অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্ব কুতুপালং উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ২২ জুন ২০২৫ অনুষ্ঠিত হবে।
স্হানীয় কুতুপালং উচ্চ বিদ্যালয় মিলাতায়নে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার , কর্তৃক আয়োজিত ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়া কক্সবাজার কর্তৃক বাস্তবায়নে এই অনুষ্ঠানসমূহ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলার আটটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুতুপালং উচ্চ বিদ্যালয প্রধান শিক্ষক আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উখিয়া মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট মোঃ আব্দুর রহিম (সাধারণ সম্পাদক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়া ও দুদক পিপি কক্সবাজার) এবং মোহাম্মদ বদরুল আলম ( উপজেলা একাডেমি সুপারভাইজার উখিয়া)
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাস্টার রুপন দেওয়ানজী (সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়া), অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।