July 17, 2025, 7:15 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

উখিয়ায় মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা গত ১৯ জুন ২০২৫ অনুষ্ঠিত হয়। ফাইনাল পর্ব কুতুপালং উচ্চ বিদ্যালয় ও উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ২২ জুন ২০২৫ অনুষ্ঠিত হবে।

স্হানীয় কুতুপালং উচ্চ বিদ্যালয় মিলাতায়নে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার , কর্তৃক আয়োজিত ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়া কক্সবাজার কর্তৃক বাস্তবায়নে এই অনুষ্ঠানসমূহ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলার আটটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুতুপালং উচ্চ বিদ্যালয প্রধান শিক্ষক আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উখিয়া মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট মোঃ আব্দুর রহিম (সাধারণ সম্পাদক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়া ও দুদক পিপি কক্সবাজার) এবং মোহাম্মদ বদরুল আলম ( উপজেলা একাডেমি সুপারভাইজার উখিয়া)

অনুষ্ঠানটি পরিচালনা করেন, মাস্টার রুপন দেওয়ানজী (সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উখিয়া), অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর