July 17, 2025, 6:53 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল রাত আনুমানিক ১০.৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে তার মরদেহ বৃহস্পতিবার (১৯ শে জুন) সকাল ১১.৩০ মিনিটে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর (ফৈলামারী) গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদার দাফন করা হয়েছে।

এ সময় চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার এস আই আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করা হয়েছে। এ সময় চিলমারী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর। ব্যক্তিগত জীবনে তিনি, সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক হিসেবে চাকুরি করতেন। গত ২০২১ সালে তিনি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। গত মাসে তিনি বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার এই মৃত্যুতে উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া বইছে।

Share Button

     এ জাতীয় আরো খবর