July 17, 2025, 5:18 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

বাজেট ঘোষনাঃ উপলক্ষে বেনাপোল কাষ্টমসে সর্তকতা মুলক ব্যবস্হা

বেনাপোল থেকে এনামুল হকঃ

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণাকে কেন্দ্র করে বেনাপোল কাস্টমস হাউসে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার (১ জুন) রাত ১১টা ৫৯ মিনিট থেকে সোমবার (২ জুন) বিকাল ৫টা পর্যন্ত কাস্টমস হাউসে ‘বিল অব এন্ট্রি’ দাখিল এবং মেনিফেস্ট (আইজিএম) এন্ট্রি সাময়িকভাবে বন্ধ থাকবে।

এ সময় কাস্টম হাউজে নতুন করে বিল অব এন্ট্রি দাখিল করা যাবে না। তবে কেউ চাইলে অঙ্গীকারনামা (Undertaking) দিয়ে সাময়িক শুল্কায়নের ভিত্তিতে বিল দাখিল করতে পারবে। পাশাপাশি নতুন আইজিএম এন্ট্রি বন্ধ থাকায় আগের আইজিএম করা পণ্যই পেট্রাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করবে।

বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচ. এম. শরিফুল হাসান জানান, “বাজেট ঘোষণার সময় শুল্কহার পরিবর্তনের সম্ভাবনা থাকে। এর ফলে শুল্কায়ন প্রক্রিয়ায় জটিলতা এড়াতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজেট কার্যকর হওয়ার পর শুল্কহার পরিবর্তিত হলে এ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে আপডেট না হওয়া পর্যন্ত হাতে লেখা বাজেট দলিল থেকে নিশ্চিত হয়ে শুল্কায়ন করতে হবে, এবং তা সহকারী কমিশনার পর্যায়ের নিচে কেউ করবেন না।”

তিনি আরও বলেন, “যেসব চালানের আইজিএম দাখিল করা হয়েছে কিন্তু বিল অব এন্ট্রি দাখিল হয়নি, সেগুলো যাচাই করতে হবে। প্রয়োজনে আইজিএমের সঙ্গে ক্রস চেক করতে হবে।”

এ সময়ে কোনো বিল অব এন্ট্রি বাতিল বা পরিবর্তনও করা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

বেনাপোল কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, “কাস্টমস হাউজ থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা আমাদের সদস্যদের ইতোমধ্যে বিষয়টি জানিয়ে দিয়েছি। আগামী ৩ জুন (মঙ্গলবার) সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর