March 24, 2025, 4:21 pm

সংবাদ শিরোনাম
বিশ্বনাথে যুবকের ঝুলন্ত লা শ উদ্ধার গংগাচড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান

কক্সবাজার সাগরে মৃত্যু প্রতিরোধে রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো ওয়ার্টসিলা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারে সাগরের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে জীবন বাজি রেখে কাজ করছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর সি সেইফ লাইফগার্ড। সূত্র জানায়, ২০১৪ সাল থেকে এই পর্যন্ত ৭৪২ জন কে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড সদস্যরা। বর্তমানে ২৭ জন লাইফগার্ডকর্মী উদ্ধার তৎপরতায় কাজ করছে। এসব কর্মীদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য সরঞ্জাম খুবই কম। একারণে উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হয় তদের। উদ্বার কার্যক্রম পরিচালনার জন্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রেসকিউ বোট ব্যবহার করা হয়।

এবার লাইফগার্ডের জন্য রেসকিউ বোট নিয়ে সহায়তায় এগিয়ে এলো সামুদ্রিক ও জ্বালানি বাজারের জন্য উদ্ভাবনী প্রযুক্তি এবং জীবনচক্র সমাধানের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় কোম্পানি ওয়ার্টসিলা। ওয়ার্টসিলা বাংলাদেশের পক্ষ থেকে ২ টি উন্নতমানের রেসকিউ বোট দেওয়া হয় সি সেইফ লাইফগার্ডকে।

রোববার (০৯ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কক্সবাজার জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে রেসকিউ বোট হস্তান্তর করা হয়।

এসময় সিআইপিআরবির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. আমিনুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের জন্য রেসকিউ বোট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সরঞ্জাম। শুধুমাত্র গত বছরই ১৫০ মতো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে লাইফগার্ড জীবিত উদ্ধার করেছে। রেসকিউ বোট এজন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এর মাধ্যমে আমাদের রেসকিউ কার্যক্রম চালাতে আরও বেশি সহজ হবে।

ওয়ার্টসিলা বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জিল্লুর রহিম জানান, ওয়ার্টসিলা হচ্ছে সামুদ্রিক ও জ্বালানি বাজারের জন্য উদ্ভাবনী প্রযুক্তি এবং জীবনচক্র সমাধানের ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয়। গ্রাহকদের পরিবেশগত ও অর্থনৈতিক কর্মক্ষমতা ক্রমাগত উন্নত করতে সহায়তা করার জন্য টেকসই প্রযুক্তি এবং পরিষেবাগুলিতে উদ্ভাবনের উপর জোর দিই। আমরা লাইফগার্ডের মহৎ এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখর জন্য চেষ্টা করব যাতে কক্সবাজারের পর্যটন শিল্প এগিয়ে যায়।

এসময় টুয়াকের উপদেষ্টা আনোয়ার কামাল বলেন, কক্সবাজারকে পর্যটন রাজধানী করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সি সেইফ লাইফগার্ড তারই একটা অংশ। লাইফগার্ড জন্মলগ্ন থেকে পর্যটকদের রক্ষা করার জন্য যে উদারতা দেখিয়েছে তাদের সহায়তা করে আরও একধাপ এগিয়ে দিল ওয়ার্টসিলা।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহার উদ্দিন বলেন, কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কক্সবাজার জেলা প্রশাসন সহ কক্সবাজারবাসীর দায়িত্ব। এক্ষেত্রে লাইফগার্ডের জন্য বোটের প্রয়োজন হয়। লাইফগার্ডকে দুটি বোট দিয়ে সহযোগিতা করায় ওয়ার্টসিলাকে ধন্যবাদ। আশাকরি তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন সিআইপিআরবি এর সিনিয়র এডভাইজার সাইকুল ইসলাম হেলাল, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ড. ইয়াসির ইফতেখার, ওয়ার্টসিলার ম্যনেজার মোহাম্মদ আদনান চৌধুরী রনি, সি সেইফ প্রজেক্টের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ, সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার সিনিয়র লাইফগার্ড সাইফুল্লাহ সিফাত এবং মোহাম্মদ ওসমান। এসময় ট্যুরিস্ট পুলিশ, ওয়ার্টসিলার উর্ধতন কর্মকর্তা, সিআইপিআরবি এবং লাইফগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লাইফগার্ড জানায়, রেসকিউ বোট হচ্ছে একটি বিশেষভাবে তৈরি করা ছোট উদ্বার যান (সার্ফ বোডের মতন দেখতে) যা হাতে চালিত, সহজে হস্তান্তরযোগ্য, সমুদ্রের ঢেউ অতিক্রম করে দ্রুত সময়ের মধ্যে ডুবন্ত ব্যাক্তির কাছে পৌঁছানোর জন্যে একটি কার্যকরী উদ্বার সরঞ্জাম। রেসকিউ বোট দ্বারা একাধিক ডুবন্ত ব্যাক্তিদের সমুদ্র সৈকত হতে ১০০ মিটার থেকে ১০০০ মিটার দূরবর্তী স্থান হতে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়। একটি রেসকিউ বোট জল উদ্ধার অভিযানের জন্য বিভিন্ন জরুরী পরিস্থিতিতে ব্যবহৃত একটি অপরিহার্য হাতিয়ার। এটি একটি বিশেষভাবে ডিজাইন করা বোট যা জলজ পরিবেশে দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার ও পরিবহনে সহায়তা করে। একটি রেসকিউ স্লেজ বা একটি সার্ফবোট স্ট্রেচার হিসাবেও পরিচিত, এটি অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে জলের খেলায় বা জীবন রক্ষার পরিস্থিতিতে।

দীপন বিশ্বাস, কক্সবাজার

Share Button

     এ জাতীয় আরো খবর