March 21, 2025, 10:37 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল শ্রমিক দল নেতার

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের ঝগড়া থামাতে গিয়ে উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ সরদার নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর-ছাতারিয়া (পূর্বপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ছাতারিয়া এলাকার আব্দুল সালাম গংদের সঙ্গে একই গ্রামের আ. করিম মণ্ডলদের সঙ্গে ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।

শুক্রবার সকালে সেই বিরোধপূর্ণ জমিতে হাল দিতে যায় আব্দুল সালাম পক্ষের লোকজন। এ সময় আব্দুল করিম মণ্ডলের পক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাধে। সে সময় আজিজ সরদার ঝগড়া থামাতে যান।

সময় আব্দুল সালামের স্ত্রী রেভা বেগম উত্তেজিত হয়ে আজিজ সরদারকে ধাক্কা দিলে কোদালের ওপড় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই সোহাগ সরকার বলেন, আমার শ্বশুর গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। জমিসংক্রান্ত বিরোধের খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দুপক্ষকে থামাতে যান। কিন্তু উত্তেজিত হয়ে রেভা বেগম আমার শ্বশুরকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক দল নেতা নিহতের ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এএসএম জুলফিকুর রহমান

সরিষাবাড়ি জামালপুর

Share Button

     এ জাতীয় আরো খবর